Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ম্যাডোনা ও তাঁর নতুন প্রেমিক আকিম মরিস: লন্ডনে ছুটি কাটাচ্ছেন পপ তারকা

ম্যাডোনা ও তাঁর নতুন প্রেমিক আকিম মরিস: লন্ডনে ছুটি কাটাচ্ছেন পপ তারকা

ম্যাডোনা ও তাঁর নতুন প্রেমিক আকিম মরিস: লন্ডনে ছুটি কাটাচ্ছেন পপ তারকা

 

চুটিয়ে প্রেমে মশগুল পপ তারকা ম্যাডোনা। চলতি বছরেই প্রেমে পড়েছেন ৬৬ বছর বয়সী ম্যাডোনা ও তাঁর ২৮ বছরের প্রেমিক আকিম মরিস। সম্প্রতি তারা লন্ডনে ছুটি কাটাতে গিয়েছেন, যেখানে ম্যাডোনা সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করেছেন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, কোথাও তারা গান করছেন, কোথাও আবার ম্যাডোনা প্রেমিককে ধরে রেখেছেন। স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে চেলসি ফুটবল দলের খেলা উপভোগ করতেও তাদের দেখা গেছে। ছবিতে প্রেমিককে জড়িয়ে বসে আছেন পপ সংগীতের রানী।

ম্যাডোনা প্রথমবার গত জুলাই মাসে এই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ জুলাই মরিসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert